বৈঠা জোরে বাও রে মনুয়া
শরদিন্দু উদ্দীপন
বৈঠা জোরে বাও রে মনুয়া,
বৈঠা জোরে বাও
পূবের আকাশ রাঙা হল
ডিঙ্গা সাগরে ভাসাও।
আমার সাম্পান বান্ধা ছিল
শঙ্খমালার ঘাটে
দড়ি-কাছি উড়ায় নিল
দেশ ভাগের জঞ্ঝাটে
তবু কুলের আশায় ধরব পাড়ি
নীল বাদাম উড়াও।
ছিল সোনার দাঁড় পবনের বৈঠা
ময়ূরপঙ্খী নায়
চান্দো সুরুজ ফুল ছড়াত
স্নিগ্ধ জোছনায় ।
সপ্ত ডিঙ্গার মাধুকরী
বন্দরে বন্দরে
খুঁজে পেলে কাঞ্চনমালা
আসত দেশে ফিরে
আমার মন মধুকর বড়ই ব্যাকুল
ডিঙ্গা সাগরে ভাসাও ।।
No comments:
Post a Comment