Pages

Thursday, 21 January 2016

টুসু গানঃ শরদিন্দু উদ্দীপন


পৌষের সোনালী ধান কৃষকের প্রাণ
কৃষাণীর বুক ভরা মধু
এ যেন স্বপ্নের সিঁড়ি জীয়ন সোপান
একমুঠো ভালবাসা একরাশ যাদু।

শীতের কুয়াশা চিরে এক ফালি রোদ
যেমন উষ্ণতা দেয়,
উতপ্ত উদীপ্ত করে যবুথবু প্রান,
শিশুদের ঘুম ভাঙ্গে আদরে আদরে
তেমনি সোনালী ধান কৃষকের খামারে খামারে,
নিভৃতে নিরবে গায় জীবনের গান।

ভাঙ্গা গড়া সংসার,
জোড়াতালি দেওয়া ভালবাসা,
ইতিউতি ছোপ ধরা খসে পড়া জীর্ণ দেওয়াল,
আবার সাকার হয় মাটির পরশে,
নিবিড় প্রেমের টানে আলপনার অম্লান এ ভাষা।

রাখালিয়া বাঁশি বাজে, সুর জেগে ওঠে, 
পাহাড়ের খাঁজে খাঁজে,
ডূংরির চুড়ায় চুড়ায়
সুপন্নখা থেকে ধানসিঁড়ি ধরে
তুসালির গন্ধ মাখা পাড়ায় পাড়ায়।

এই গান, জীবনের গান,
কাল থেকে কালান্তরে চলে আসে
নবান্নের ঢেঁকিতে ঢেঁকিতে।
নলেন গুড়ের রসে দুধসরে ভেজা
কৃষাণীর হাতে গড়া পরম্পরায়।

No comments:

Post a Comment