জল ছবি
শরদিন্দু উদ্দীপন
জল ছবি
শরদিন্দু উদ্দীপন
জীবন যেন হাতের মুঠোয় খেওলাজাল
পায়ের নিচে কাঁকড় কাদার এঁটেল মাটি
টলমলে ঢেউ মরণ বাঁচন নিত্য দোলা
দূরন্ত চিল ছো'মেরে খায় হাঁসের ছানা
এক সুতোতেই জড়িয়ে আছে কাঁকড়া-কুমির
বাঘের পায়ের ছাপ, নিহত হরিণ
হেঁতালের শিউরে ওঠা ডোরাকাটা ছায়া
হামা দেওয়া ঝোপঝাড় আঁকাবাঁকা খাঁড়ি
এক পাশে বাদাবন জাল দিয়ে ঘেরা
গেও গড়ান আর কেওড়ার মায়া
মউলের তীব্র নেশা চাক ভাঙ্গা মধু
এখনো দুঃখের গান বনবিবি পালা
সওদাগরের ডিঙ্গা তবু ভাসে জলে
আইলা, আম্ফান যতই ভ্রূকুটি শানাক
কুমিরের দাঁত আর বাঘনখ নিয়ে
পথের পাঁচালী এরা রচে দিনরাত।
১০/০৫/২০২১
কুলতলী, সুন্দরবন
No comments:
Post a Comment