রাজা মহাবলীকে বধ করে আর্যগণ বা
দেবতারা যে বহ্নি উৎসবে মেতে উঠেছিল দক্ষিণ ভারতে সেই উৎসবের নাম দীপাবলি।উত্তর
ভারতে আবার একে দেওয়ালি বলা হয়। এই দেওয়ালির সাথে যুক্ত করা হয়েছে কাল্পনিক রামের অযোধ্যা
প্রত্যাবর্তন কাহিনী। অদ্ভুত ভাবে কাহিনীগুলির সময় কাল কাতি মাসের(সংস্কৃত
কার্ত্তিক) অমানিশা। ব্রাহ্মন্যবাদী সাহিত্যে এই দেওয়ালী বা দীপাবলির উল্লেখ পাওয়া
যায় গুপ্ত যুগে অর্থাৎ অষ্টম শতকে। তার আগে লিখিত কোন আর্য গ্রন্থে কিন্তু এই
কার্তিক মাসের অমাবস্যা পালনের কোন উল্লেখ নেই।