Pages

Friday, 26 April 2013

"যা গেছে তা গেছে" ......... প্রাচীন ছাগুলে প্রবাদ



"যা গেছে তা গেছে"
......... প্রাচীন ছাগুলে প্রবাদ


চণ্ডালীতে একটি কথা আছে,"অতি বাড়া বাড়্যা না ঝড়ে ভাইঙ্গা যাবে, অতি ছোট হইয়া না ছাগলে মুড়্যা খাবে"।

কথাটার যথার্থতা এবং তার তিক্ত রস প্রায় ছুঁচো গেলার মতো গলধকরণ করতে বাধ্য হল আত্ত বিস্মৃত বাঙালী জাতি। এ যেন বাঙালীর ল্যালা-ক্যাবলা মুখে প্রভুদের সস্নেহ চপেটাঘাত। পাঁজর ভেঙ্গে দেওয়া পদস্পর্শ। বুকের মধ্যে গণচিতার বহ্নুৎসব।
বাঙালী যে কত বড় হীনজাতিতে পরিণত হয়েছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সারদা গ্রুপ ও তার পোষক রাজনৈতিক দল।



ইদানীং পশু গবেষকেরা বলছেন যে, ছাগল মরুভূমি ডেকে আনে। যে অঞ্চলে ছাগল বেশী চরে কালে তা মরুভূমিতে পরিণত হয়। ছাগলে খেয়ে গেলে গাছ বাড়েনা। ফুল হয় না। ফল ধরে না। বংশ বৃদ্ধি
হয়না। নিদেন পক্ষে তৃণভূমি। আর তৃণমূলকে আশ্রয় করে বেড়ে ওঠে বিষাক্ত কাঁটার জঙ্গল। সরীসৃপরা এই জঙ্গলে আশ্রয় নেয়। ঠগ, জোচ্চোর, লুম্পেন, লুঠেরা ও ডাকাতদের অবাধ বিচরণ ক্ষেত্রে পরিণত হয় বিস্তীর্ণ অঞ্চল। মা ধর্ষিতা হন। ভাইয়ের রক্তে রঞ্জিত হয় মাটি। মানুষ সর্বস্বান্ত হয়ে পথে বসে। প্রতিদিন মৃত্যুর মিছিল। লাশ কুড়ানোর প্রতিযোগিতা চলে শকুনে শকুনে।

নির্বোধ বাঙালী, আত্ত বিস্মৃত বাঙালী বহুকাল থেকেই পর মুখাপেক্ষী। শিয়ালের কাছে হাঁস পোষানি দেওয়া তার স্বভাব। প্রায় মজ্জাগত হয়ে গেছে এই স্বভাবের পরম্পরা।
শিয়াল তার বংশ উজাড় করে গেছে।
যে কটি ল্যালা-ক্যাবলা এখনো বেঁচে আছে হয় তারা মেরুদণ্ডহীন নয় মস্তিস্কহীন ক্লীব।
এখন তারা ছাগল দিয়ে যব মাড়াইয়ে ব্যস্ত!
নিজেদের গোয়ালে গো-পালনের পরিবর্তে ছাগলদের সাথেই তারা থাকতে বেশী পছন্দ করে।
ফল যা হবার তাই হয়েছে। ছাগলে মূড়ে দিয়েছে সাজানো বাগান।
এই মুহূর্তে যদি ছাগলকে জিজ্ঞাসা করা হয়,বাগান খাইলা ক্যান?
সততার প্রতীক ছাগল উবাচ করবেন,"বাছারা আমারে চরতে দেবার আগে ভাবনি ক্যান ?
জানতো ছাগলে খাইলে আর ফসল হয়না?
ফলের আশা ছাড়ো। ভাইবা নাও "যা গেছে তা গেছে"।

নাগরাজ চন্ডাল
শিউলিবনা,বাঁকুড়া

No comments:

Post a Comment