Pages

Sunday, 20 February 2022

জাগরী

জাগরী
শরদিন্দু বিশ্বাস
কোলকাতা, ২০/০২/২০২২ 


দুপায়ে
ভর দিয়ে দাঁড়াতে পারেনা সে   
পোলিওর প্রত্যক্ষ প্রভাবে
পঙ্গু হয়ে পড়ে আছে বহুদিন  
কাঠের পিড়িতে
সাইকেলের বেয়ারিং লাগিয়ে তাঁর গাড়ি
পাখির ডানার মত দুহাতের ধাক্কায় এগিয়ে চলে
কখনো গ্রামে, কখনো শহরের রাস্তায়
কখনো বা অলিতে গলিতে  
তাঁর আর্তচিৎকার ভেসে ওঠে  
"দুটো খেতে দেবে গো বাবু
অনেক দিন খাওয়া হয় নি" !!  
 
একটু কান পাতলেই
এই চিলচিৎকার শোনা যায়    
বর্ধমানে, বাঁকুড়ায়
বান্দাপানির বাগানে বাগানে   
আমলাসোলের ছায়া ঘাস পাতা খেয়ে  
এখনও জীবিত আছে
বেলপাহাড়ির বাতাসে বাতাসে।
একটু চোখ মেলে তাকালেই দেখা যায়  
নিজের কাঁধে প্রেয়সীর শবদেহ নিয়ে
দানা মাঝিরা এখনও হেঁটে যায় শ্মশানের দিকে
মৃত মায়ের লাশ ঘিরে দুগ্ধাভিলাসী
শিশুদের নিস্ফল ক্রন্দন! 

  

“রাজ্যে এখন অঢেল খাবার, অপার ভালবাসা
মমতাময়ী বঙ্গে বিকাশের অঢেল আয়োজন  
যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে থাক
জাগাটাই এখন মহা অপরাধ" সমস্বরে
চেঁচিয়ে ওঠে “দুয়ারে সরকার”।
চেঁচিয়ে ওঠে “দুয়ারে সরকার”।

আমি অপরাধী   
আমার কলিজা রাঙা রক্তাক্ত পথে
নিরন্ন হেঁটে চলে শ্রমিকের দল
আমার বুকের রক্তিম ক্যানভাসে  
দাউদাউ জ্বলে ওঠে অসংখ্য কৃষকের মুখ
রোহিত, নাজিব, আনিসের নিথর দেহগুলি
আমার ঘুম কেড়ে নেয়
আমাকে বিদ্রূপ করে গৌরি লঙ্কেশ
ধিক্কার জানায় আসিফা, মনীষার অন্তিম আর্তনাদ
ঐ পঙ্গু মানুষগুলি
এখনও আমার হৃদপিণ্ডে হাতুড়ির  ঘা’দিয়ে বলে,
“একটু খেতে দেবে গো বাবু,
কতদিন খাওয়া হয়নি” !

 তোমরা ঘুমাতে চাইলে, নিশ্চিন্তে ঘুমাও

কাঙ্ক্ষিত প্রভাতের আশায়
আমি জেগে থাকি।