Pages

Tuesday, 27 February 2018

নারী হত্যার বিজয় উল্লাস “হোলী হ্যায়”




“Manuvaadis have twisted and distorted the rich cultural history of the Bahujans. We need to shake the dust off, remove the mythological lies and tell the truth to our people and our children. That is the only way we can reclaim our true history.’’ Reclaiming Mahishasura, By: Gauri Lankesh, Bangalore Mirror Bureau | Updated: Feb 29, 2016.


“বেটি
বাঁচাও, বেটি পড়াও ” ভারতের একটি রাষ্ট্রীয় যোজনা। নিশ্চিতরূপে নারীর জীবনকে সমৃদ্ধ এবং সুরক্ষিত করে একটি মজবুত ভারত গড়ে তোলাই এই যোজনার লক্ষ্য। নারী যাতে সুশিক্ষিত হয়ে যোগ্যতর ভারতমাতা হিসেবে গড়ে উঠতে পারে সে দিকেও নিশ্চিতভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই যোজনায়। সর্বোপরি গুরুত্ব  দেওয়া হয়েছে শিক্ষিত মায়ের উপযুক্ত সন্তানদের উপর যাতে তারা দেশের প্রয়োজনে “ভারতমাতা কী জয়” ধ্বনি তুলে গর্বের সাথে দেশপ্রেম ব্যক্ত করতে পারে এবং দেশের অখণ্ডতা ও সংস্কৃতি রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে।