সম্প্রতি “হুদুড় দুর্গা স্মরণ সভা” বা মহিষাসুর স্মরণ সভা মানুষের মধ্যে ব্যপক
সাড়া জাগিয়েছে। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের মধ্যেও
মহিষাসুরকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সাধারণ
মানুষ বিস্ময়য়ের সাথে খোঁজ নিতে চাইছেন এই মহিষাসুর স্মরণ সভার উদ্দেশ্য কি এবং
কেন তা বিভিন্ন আসিবাসী গ্রামে অনুষ্ঠিত হচ্ছে? কেন
ভারতবর্ষের মূলনিবাসী-বহুজন মানুষ নিজেদেরকে মহিষাসুরের বংশজ বলে দাবী করছেন এবং
কেনইবা তাঁরা দেবীদুর্গার অসুরনাশিনী রূপের পরিবর্তন চেয়ে পদদলিত এবং শূলবিদ্ধ
অসুরকে মুক্ত করতে চাইছেন? কালের দাবীতে মানুষের এই জিজ্ঞাসু মনন কি কোন হারিয়ে
যাওয়া ইতিহাসকে খুঁজে পেতে চাইছে? চলুন আলোচনা করে দেখা যাক জনপুঞ্জের
লোকায়ত
সংস্কৃতির মধ্যে কেমন প্রচ্ছন্ন ভাবে লুকিয়ে আছে এই প্রশ্নগুলির উত্তর।